অয়েল ইন্ডিয়ার রিগে ভয়াবহ দুর্ঘটনা, মাথায় পাইপ পড়ে মৃত্যু ড্রিলিং ইনচার্জের
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : অয়েল ইন্ডিয়ার রিগে ফের এক ভয়াবহ দুর্ঘটনা। ওই রিগে সংঘটিত দুর্ঘটনায় এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত কর্মচারীর নাম কিরণ গগৈ, যিনি নাহারকটিয়ার হুদুরপাড়া কুয়রিজান গ্রামের বাসিন্দা। অন্যদিকে, রিগের আরও এক কর্মচারী আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক তরঙ্গ গগৈ।
রবিবার রাতে অন্যান্য কর্মচারীদের সঙ্গে তেল রিগে ড্রিলিং ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন কিরণ গগৈ। ঠিক সেই সময়, তেল খননে ব্যবহৃত এক বিশাল পাইপ কিরণ গগৈয়ের মাথার ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিরণ গগৈয়ের। উল্লেখ্য, “এশিয়ান ড্রিলিং টেক” নামক সংস্থাটি এই রিগে তেল খননের চুক্তি পেয়েছিল। সংস্থাটির পক্ষ থেকে দুলিয়াজানের মিণ্টু শইকিয়া এবং আসিক রহমান এই রিগ পরিচালনা করছিলেন। অত্যন্ত পুরনো যন্ত্রপাতি ব্যবহার করে রিগ পরিচালনার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় জনতা।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক তরঙ্গ গগৈ। তিনি বলেন, কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। পাশাপাশি, কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হওয়া অস্থায়ী কর্মচারী কিরণ গগৈয়ের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, কিরণ গগৈ নাহারকটিয়া মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার সভাপতি ছিলেন। ছবি সৌজন্যে etv assam.