বিশ্বমানের নেফ্রোলজি ও অর্থোপেডিক সেবা নিয়ে শিলচর পরিদর্শনে ডাঃ গৌরব ও ডাঃ বীরমানেনি
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : হায়দরাবাদ যশোদা হাসপাতালের দু’জন বিশিষ্ট চিকিৎসক শনিবার শিলচর সফরে এসে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠক মিলিত হয়ে জানান, এদতঞ্চলের মানুষের জন্য উন্নয়ত মানের চিকিৎসা প্রদানের উদ্দেশ্য নিয়ে প্রতি মানুষের তৃতীয় শুক্রবার গুয়াহাটি ও তৃতীয় শনিবার শিলচর পরিদর্শন করবেন। ডাঃ চেতন বীরমানেনি ও ডাঃ গৌরব খান্তেদ দুজনই সমালোচনা মূলক চিন্তাধারা ও রোগী কেন্দ্রীক দৃষ্টি ভঙ্গির জন্য পরিচিত।
দু’জনের দক্ষ চিকিৎসকদের আসাম সহ বরাক পরিদর্শনে কিডনি ব্যর্থতা, কিডনির পাথর, মূত্রনালীর সংক্রমণ, জন্মগত কিডনি রোগ, পেরিটোনিয়াল ডায়ালিসিস,সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করার পাশাপাশি তাঁদের মূল্যবান পরামর্শ রোগীদের প্রদান করবেন। উন্নত চিকিৎসা পরিসেবার বিভিন্ন তথ্য তুলে ধরে রোগীদের চিকিৎসা মারফৎ সুস্থ জীবন কাটানোর আবেদন জানিয়েছেন তাঁরা।