ভারতে উৎপাদন করবেন না’, অ্যাপল কর্তাকে বার্তা ট্রাম্পের!

১৫ মে : অ্যাপলের (Apple) জিনিস ভারতে উৎপাদন না করার জন্য টিম কুককে বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ! ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় (Doha) এক বিজনেস ইভেন্টে অ্যাপল কর্তা টিম কুককে (Tim Cook) একথা জানিয়েছেন ট্রাম্প। তিনি অ্যাপল কর্তাকে বলেছেন, ‘আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন। ওরা নিজেদেরটা বুঝে নেবে।’ ট্রাম্প জানান, তাঁর কথোপকথনের পর, অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রে তার উৎপাদন বৃদ্ধি করবে।

অ্যাপলের বিভিন্ন জিনিস আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ভারতে তৈরি হয়। এই জিনিসগুলি ভারতে উৎপাদন বন্ধ হলে ভিন দেশ থেকে তা আমদানি করতে হবে। সেক্ষেত্রে অ্যাপলের জিনিসের দাম ভারতীয় বাজারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আমেরিকার বাজারে অন্য দেশের পণ্যের জন্য গত ২ এপ্রিলে নতুনহারে আমদানি শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। ওই সময় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়। যদিও এক সপ্তাহ যেতে না যেতেই চিন ছাড়া বাকি সব দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখেন তিনি। সম্প্রতি চিনের সঙ্গে শুল্ক সংঘাতে ৯০ দিনের বিরতি ঘোষণা করেছে আমেরিকা। এরই মধ্যে ভারত ও আমেরিকা উভয়ই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছে। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ইতিমধ্যে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে। তার মধ্যে ভারত-পাকিস্তান টানাপোড়েনের মাঝে মার্কিন প্রেসিডেন্টের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাধে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

ভারতে উৎপাদন করবেন না’, অ্যাপল কর্তাকে বার্তা ট্রাম্পের!
Spread the News
error: Content is protected !!