জিরিবামে দেশীয় মদ বাজেয়াপ্ত আসাম রাইফেলসের, আটক ২

বরাক তরঙ্গ, ১০ জুলাই : জিরিবাম জেলার অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালালো আসাম রাইফেলস। বুধবার মণিপুরের জিরিবাম জেলার লেইনাংপোকপিতে প্রায় ১৫ লক্ষ মূল্যের ১,৮০০ কেস দেশীয় মদ বাজেয়াপ্ত করেছে। এই অভিযানে অবৈধ ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে।

অবৈধ কার্যকলাপ দমন এবং অঞ্চলে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এই অভিযান চালায় আসাম রাইফেলস। দেশীয় তৈরি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে অসম রাইফেলসের জওয়ানরা। চক্রটি গুঁড়িয়ে দিতে অভিযান আরও চালাবে জওয়ানরা। জনস্বাস্থ্য এবং নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করার লক্ষ্য নিয়ে অভিযান অব্যাহত রাখছে আসাম রাইফেলস।

Author

Spread the News