বদরপুর ও পাথারকান্দিতে ১১ থেকে ১৩ ডিসেম্বর দিব্যাঙ্গ এবং জেষ্ঠ নাগরিক শনাক্তকরণ শিবির

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : শ্রীভূমি জেলার ৩টি আইসিডিএস প্রকল্পের অধীনে ১১ থেকে ১৩ ডিসেম্বর দিব্যাঙ্গ এবং জেষ্ঠ নাগরিক শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে।
শ্রীভূমির জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে জেলার দিব্যাঙ্গজন এবং জেষ্ঠ নাগরিকদের বিনামূল্যে অনুদান প্রদান করতে জেলার বিভিন্ন স্থানে এই দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এতে ১১ ডিসেম্বর বদরপুর আইসিডিএস প্রকল্পের অধীনে মহাকল ব্লকে, ১২ ডিসেম্বর পাথারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীনে বারইগ্রাম এইচএস স্কুলে এবং ১৩ ডিসেম্বর পাথারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীনে কলকলিঘাট জামিরালা

কেন্দ্র নম্বর ২১৫ তে সকাল ১০টায় শিবিরগুলি অনুষ্ঠিত হবে। ওই শিবিরগুলিতে সংশ্লিষ্ট এলাকার দিব্যাঙ্গ জনগণ এবং বয়জেষ্ঠদের উপস্থিত হয়ে সুবিধা গ্রহণ করতে জেলা সমাজ কল্যাণ আধিকারিক অনুরোধ জানিয়েছেন।

Author

Spread the News