হিমাচল প্রদেশে জাতীয় দ্বিতীয় খেতাব জিতলেন দিবিজা পাল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশের কাংরায় অনুষ্ঠিত জাতীয় র‍্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১১ মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শিলচরের দিবিজা পাল। এটি দিবিজার দ্বিতীয় জাতীয় খেতাব। এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর অনূর্ধ্ব ১১ গ্রুপেই চ্যাম্পিয়ন হয়েছিলেন সাড়ে নয় বছর বয়সী দিবিজা। সেই আসরটি বসেছিল হরিয়ানার পাঁচকুলায়। এবারের আসরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে দিবিজা হারালেন বাংলার অক্ষিতা মাহাতোকে। সরাসরি ৩-০ সেটে। দিবিজা জিতলেন ১১-৫, ১১-৮, ১১-৬ ব্যবধানে। এর আগে সেমিফাইনালে তিনি উত্তরাখণ্ডের খ্যাতি পাণ্ডেকে পরাজিত করেন ৩-১ সেটে। স্কোর ৮-১১, ১১-৩, ১১-৯, ১১-৫। কোয়ার্টার ফাইনালে তিনি হারান আরনা শাহনিকে।

তবে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দিবিজাকে যথেষ্ট লড়াই করে জিততে হয়েছে। দিল্লির আরোহী চৌধুরীর বিরুদ্ধে জেতেন ৩-২ গেমের ব্যবধানে। কাংরায় চলতি র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৩ বিভাগেও খেলেছেন দিবিজা। তবে কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান পেট্রেলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ডের (পিএসপিবি) প্যাডলার আর্যদীপক রেডকারের কাছে।

Author

Spread the News