শিলচরে ঐতিহ্যের দীপ্তিতে উদযাপিত হল জেলা দিবস, মিলনোৎসব

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুন : ঐতিহ্য ও গর্বের গভীর অনুভব নিয়ে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার শিলচরের গান্ধী ভবনে উদযাপিত হল জেলা দিবস। অনুষ্ঠানস্থলে জমায়েত হয়েছিলেন প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ—যাঁরা সকলে একত্র হয়ে সম্মান জানালেন জেলার সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধারাবাহিক উন্নয়নের যাত্রাকে। অনুষ্ঠানের সূচনা হয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যেখানে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় ধ্বনিত হয় জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের সুর। বক্তৃতা পর্বে জেলার ঐতিহাসিক ভিত্তি ও প্রশাসনিক অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে গঠিত হয় একটি অনুপ্রেরণামূলক পরিমণ্ডল।

শিলচরে ঐতিহ্যের দীপ্তিতে উদযাপিত হল জেলা দিবস, মিলনোৎসব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উন্নয়ন আয়ুক্ত, শ্রদ্ধেয়  নরসিং বে। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কাছাড় শুধুমাত্র একটি ভৌগলিক অঞ্চল নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য—যেখানে রয়েছে সহাবস্থান, সংগ্রাম ও অগ্রগতির ইতিহাস। আজকের এই দিনটি আমাদের জন্য প্রতিজ্ঞা করার দিন—একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে চলার।” তিনি আরও জানান, প্রশাসন তৃনমুল  স্তরে নাগরিক ক্ষমতায়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার মাধ্যমে কাজ করে চলেছে।

শিলচরে ঐতিহ্যের দীপ্তিতে উদযাপিত হল জেলা দিবস, মিলনোৎসব

জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক, প্রণবকুমার বরা, তাঁর বক্তব্যে গ্রামীণ কাছাড় অঞ্চলের প্রগতিশীল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গ্রামীণ কাছাড়ের জনজীবন ও সংস্কৃতি আমাদের জেলার প্রাণ। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক সহায়তা প্রদান করা হচ্ছে।” তিনি যুবসমাজকে জেলার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

শিলচরে ঐতিহ্যের দীপ্তিতে উদযাপিত হল জেলা দিবস, মিলনোৎসব

অনুষ্ঠানের মূল বক্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সঞ্জীব দেবলস্কর তাঁর ভাষনে কাছাড় জেলার গঠন ও প্রশাসনিক বিবর্তনের ইতিহাস বিশদে তুলে ধরেন এবং বলেন, “কাছাড় জেলার প্রাতিষ্ঠানিক যাত্রা ব্রিটিশ আমলের শাসন কাঠামোর মধ্যে দিয়ে গড়ে উঠেছে, যা পরবর্তীকালে অসম রাজ্যের প্রশাসনিক রূপান্তরের অংশ হয়ে ওঠে।” তিনি জেলা আয়ুক্তের কার্যালয় ১৮শ শতকে শিলচরে প্রতিষ্ঠার কথা স্মরণ করে জানান, এটি ছিল উপত্যকার প্রশাসনিক দিকচিহ্ন পরিবর্তনের একটি মাইলফলক।

শিলচরে ঐতিহ্যের দীপ্তিতে উদযাপিত হল জেলা দিবস, মিলনোৎসব

অনুষ্ঠানে জেলার দুই গর্ব, অসম গৌরব সম্মানে ভূষিত মান্থাং মার ও নির্মল দে-কে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা উন্নয়ন আয়ুক্ত তাঁদের হাতে ‘আয়ুষ্মান গোল্ড কার্ড’ তুলে দেন, সমাজের প্রতি তাঁদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ।

এদিন অনুষ্ঠানের প্রাক্কালে, জেলা আয়ুক্তের  কার্যালয় প্রাঙ্গণে  স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সহকারী আয়ুক্ত উনহালে আশিষ বিদ্যাধর এবং অঞ্জলি কুমারীএর পাশাপাশি জেলা আয়ুক্তের কার্যালয়ের  বহু কর্মী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

Spread the News
error: Content is protected !!