জেলা সমাজ কল্যাণ বিভাগের পক্ষে নেশা মুক্তি কেন্দ্রে ওষুধপত্র বিতরণ

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসন ও জেলা সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় কাছাড় জেলায় নেশা মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচি এর মাধ্যমে রয়েছে র‍্যালি, পথ নাটক, বিভিন্ন জনবহুল স্থানে হোডিং, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রে সচেতনতা সভা ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ ইত্যাদি নেশা মুক্ত ভারত অভিযান এর অংগ হিসাবে মঙ্গলবার জেলা সমাজকল্যাণ বিভাগের পক্ষে সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা টুয়েলভ স্ট্যাপ ফাউন্ডেশন নেশা মুক্তি কেন্দ্র ও বাংলাঘাট ওয়েলফেয়ার সোসাইটি নেশা মুক্তি কেন্দ্রে, শ্রীকোণা, নেতাজি ছাত্র যুব সংস্থার পরিচালিত দীপ নেশা মুক্তি কেন্দ্র, শিলকুড়িতে চিকিৎসাধীন রোগিদের জন্য কিছু প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয় এবং নেশা থেকে দূরে থাকার জন্য সকলের নিকট আবেদন রাখা হয়।

Spread the News
error: Content is protected !!