বিশ্ব অটিস্টিক গর্ব দিবসে খাদ্যসামগ্রী বণ্টন

বরাক তরঙ্গ, ১৮ জুন : আজ ‘বিশ্ব অটিস্টিক গর্ব দিবস’-এর উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে একটি গৌরবময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অটিস্টিক কেন্দ্র ‘এরা আমাদের’-এ, যা পঞ্চায়েত রোড, শিলচরে অবস্থিত। অনুষ্ঠানটি ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজিত হয়। এই অনুষ্ঠানে চাল, আলু, পেঁয়াজ, ডাল, সরিষার তেল, চিনি, চাপাতা, বিস্কুট, দুধ, সয়াবিন, আপেল, আনগুর এবং চিপসের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী (১৫ দিনের জন্য) কেন্দ্র কর্তৃপক্ষে রিমা পাল ও পারমিতা ভট্টাচার্যের হাতে তুলে দেন ক্লাব ভ্যালি ভিউ-এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সার্ভিস চেয়ারপার্সন মিনারা লস্কর, প্রকল্প চেয়ারপার্সন পুষ্পাবতী রায়, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং অন্যান্য সদস্যবৃন্দ।

বিশ্ব অটিস্টিক গর্ব দিবসে খাদ্যসামগ্রী বণ্টন

ইয়াসি-এর পক্ষ থেকে প্রকল্প ইনচার্জ তৃপ্তি কর্মকার উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন তরনী কর্মকার, সরিতা রায় এবং অন্যান্যরা। ‘এরা আমাদের’ কেন্দ্রের সুপারভাইজার নারায়ণী ভাওয়াল দুই সংগঠনকেই অটিস্টিক শিশুদের প্রতি এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ্ব অটিস্টিক গর্ব দিবসে খাদ্যসামগ্রী বণ্টন
Spread the News
error: Content is protected !!