বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন বিএসএ-র
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ জুন : করিমগঞ্জ জেলার বন্যা প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো করিমগঞ্জ জেলা বিএসএ সংস্থা। কয়েক দিনের লাগাতার বর্ষনের ফলে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙ্গে অনেক মানুষ গৃহহারা হয়ে পড়েছেন পাশাপাশি মানুষের গৃহ পালিত পশু হাঁস মোরগ গরু ছাগল মহিষ খোলা আকাশের তলায় থাকার পাশাপাশি খাদ্যের অভাবে দিন কাটছে। এতে এগিয়ে এলো বিএসএ সংগঠন। সংগঠনের কর্মকর্তারা রবিবার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় থাকা অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বন্যা প্লাবিত এলাকাগুলো পরিদর্শনে ছিলেন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমেদ, জেলা সম্পাদক মোঃ জাকারিয়া, সভাপতি অহাব উদ্দিন, জেলা উপদেষ্টা শামীম আহমেদ প্রমুখ।
তারা দক্ষিণ করিমগঞ্জ ব্লকের অন্তর্গত ইলাশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত অসহায় লোকদের খোঁজ খবর নিয়ে তাঁদের হাতে কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।শেষে তারা বন্যা ক্ষগ্রস্থ অসহায় জনগনকে সরকারি সাহায্য পাইয়ে দিতে জেলা প্রশাসন সহ
রাজ্য সরকার সহযোগিতার আর্জি জানিয়েছেন