সোনাবাড়িঘাট এমভি স্কুলে পোশাক বিতরণ
বরাক তরঙ্গ, ১৩ জুন : সোনাবাড়িঘাট মধ্য বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা হল। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ও সদস্য সহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে পড়ুয়াদের হাতে স্কুল পোশাক তুলে দেন প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী। সব বণ্টনের আগে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী বলেন, সরকার পোশাক থেকে শুরু করে দুপুরের আহার সবই দিচ্ছে। তোমরা যেন নিয়মিত স্কুলে এসে মনযোগ সহকারে পড়াশোনা কর। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভাল করে পড়াশোনা করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের স্কুলে প্রতিদিন যেন পাঠান। এবং তাদের পড়াশোনার খবরও যেন রাখেন। এক্ষেত্রে অভিভাবকরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন। এছাড়া বক্তব্য রাখেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সমসুর উদ্দিন আহমেদ।
এদিনের বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সহ-সভাপতি নাজিমা বেগম বড়ভূইয়া, সদস্যা সাজনা বেগম, রিনা বেগম, পারভিন সুলতানা লস্কর, সদস্য রাজু মিয়া, আবির হোসেন ও নিউ ইয়ং স্টার ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন। স্কুলের পক্ষে শিক্ষক হায়দার হোসেন লস্কর ও শিক্ষিকা সাইনা বেগম বড়ভূইয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্কুলে মোট ৪৪৩ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ করা হবে। ছাত্রদের দু’টি প্যান্ট একটি শার্ট ও একটি স্পোর্টিং গেঞ্জি এবং ছাত্রীদের দু’টি স্কার্ট একটি শার্ট ও একটি স্পোর্টিং গেঞ্জি দেওয়া হবে এদিন কয়েকজন পড়ুয়ার মধ্যে বিতরণ করে সূচনা করা হয়।