সোনাই এনজি স্কুলে পোশাক বিতরণ
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ জুন : সোনাই নিত্য গোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ করা হল। শনিবার আনুষ্ঠানিক ভাবে ক’জন ছাত্রছাত্রীর হাতে পোশাক তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক লস্করের পৌরহিত্যে সভায় বিভিন্ন বক্তারা শিক্ষার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাবুদ্দিন লস্কর। এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত দুই অধ্যক্ষ শফিক উদ্দিন আহমেদ ও ফয়জুর রহমান মজুমদার, ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ জহির মোহাম্মদ ইকবাল লস্কর, শুভ্রজিৎ পাল, সোনাই পুরসভার চেয়ারপার্সনের প্রতিনিধি সুবিনয় দাস, সমাজসেবী আওলাদ হোসেন লস্কর, ঈশাক আহমেদ লস্কর, শাহীন আহমেদ লস্কর, সামসুল হক বড়ভূইয়া প্রমুখ।