শিলচর অধরচাঁন্দ হাইস্কুলে ‘নিযুত মইনা’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিলচর শহরের ঐতিহ্যবাহী অধরচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ম্বরে ‘নিযুত মইনা. ০২’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন প্রক্রিয়া শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর দীপায়ণ চক্রবর্তীর শিক্ষাবিভাগের প্রতিনিধি শতদল ভট্টাচার্য এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশুশেখর ভট্টাচার্য। স্কুলটির অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য সহ উচ্চমাধ্যমিকের অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটিতে উচ্চমাধ্যমিকের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের মধ্যে আবেদনপ্রত্র বিতরণ করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নিযুত মইনার অনুষ্ঠানের সম্প্রচারিত ভাষন ছাত্রীরা শুনে খুবই অনুপ্রাণিত করেছে বলে জানা গিয়েছে। বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিক্ষিকা অনন্যা দত্ত।