বিএসএফের সহযোগিতায় সীমান্তে কৃষি, বিতরণ বীজ-কীটনাশক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষিবিপ্লব। কুশিয়ারা নদীতীরে কাঁটাতারের ভেতরে থাকা নোম্যান্স ল্যান্ডের পরিত্যক্ত শ’ শ’ বিঘা জমিতে শুরু হয়েছে কৃষিকাজ। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সমাজে পিছিয়ে থাকা কাঁটা তারের ভেতরে থাকা বাসিন্দারা। দেশভাগের ফলে আসা নিজেদের জমি দীর্ঘবছর থেকে জংলাকীর্ণ অবস্থায় থাকলে বিএসএফ-এর ১৬ ব্যাটালিয়নের উদ্যোগে লক্ষীবাজার থেকে লাফাসাইল অবধি প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে কৃষিকাজ। বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করে বাজারজাত করে আর্থিক ভাবে স্বচ্ছল হয়ে উঠেছেন প্রায় ৫০ জনের বেশি সীমান্তের কৃষক।
রবিবার সীমান্তের কাঁটাতারের ভেতরে আয়োজন করা হয় বিএসএফ-এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম। আর কৃষি বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কৃষিকাজ সম্বন্ধে সচেতন করার পাশাপাশি বিতরণ করা হয় বিভিন্ন ধরনের সবজি বীজ সহ কীটনাশক ওষুধ। উপস্থিত ছিলেন বিএসএফ কমাডেন্ট সঞ্জয় কুমার, অ্যাসিস্টেন্ট কমাডেন্ট অনিল কুমার, ওয়নিশ রাই, রাকেশ কুমার, কৃষি বিভাগীয় আধিকারিক স্বরূপ দত্ত সহ অনেকে।
