এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে নিযুত মইনা প্রকল্পের ফর্ম বিতরণ 

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে বুধবার রাজ্য সরকারের নিযুত মইনা প্রকল্পের ফর্ম বিতরণ অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়। শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রীর সরাসরি ভাষণের সম্প্রচারের মাধ্যমে। ভাষণে মুখ্যমন্ত্রী নিযুত মইনা প্রকল্প ২.০-এর লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং শিক্ষার মাধ্যমে কন্যাশক্তিকে ক্ষমতায়ন, উচ্চশিক্ষায় ভর্তির হার বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচারের পর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিযুত মইনা প্রকল্পটি আসামের তরুণী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক হবে। তিনি রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আয়োজক দলের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি বিশ্বরূপ ভট্টাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিযুত মইনা প্রকল্পের মত রূপান্তরমূলক প্রকল্পগুলির সদ্ব্যবহার করে নিষ্ঠা, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠা সহকারে শিক্ষায় এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, নিযুত মইনা প্রকল্পের অধীনে উপযুক্ত ছাত্রীদের উচ্চমাধ্যমিক স্তরে প্রতি মাসে ১,০০০ এবং স্নাতক স্তরে প্রতি মাসে ১,২৫০ করে সর্বমোট ১০ মাস আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে এই সুবিধা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলাপূর্ণ আচরণ বজায় রাখা আবশ্যক। অনুষ্ঠানটি নিযুত মইনা প্রকল্পের নোডাল অফিসার দেবর্ষি বরকটকী ও তাঁর সমন্বয়কারী দলের দক্ষ পরিচালনায় সুচারুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতাধীন ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিতরণ করা হয়। এছাড়া এদিন জেলার অন্যান্য মহাবিদ্যালয়ে অনুরুপভাবে নিযুত মইনা প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!