পাঁচগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ওষুধপত্র বিতরণ
বরাক তরঙ্গ, ৭ জুলাই : শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইন্সটিটিউট অব ম্যাডিক্যাল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার পাঁচগ্রামের সীতারাম এমই স্কুলে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে দু’টি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট ৪০০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
এদিনের স্বাস্থ্য শিবিরে ডাঃ রাজদীপ রায়, ডাঃ মনিকা দেব, ডাঃ অমিত কালোয়ার, ডাঃ প্রিয়াঙ্কা দেব, ডাঃ রক্তিম দাস, ডাঃ রত্নদীপ বসু রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ওষধপত্রাদি তুলে দেন। এদিনের স্বাস্থ্য শিবিরে জীবনজ্যোতি ইন্সটিটিউট অব ম্যাডিক্যাল সায়েন্স হাসপাতালের পক্ষে স্বরূপ সিনহা ও প্রেমকিরণ নাথ এবং শিব সুন্দরী নারীশিক্ষাশ্রম হাসপাতালের পক্ষ থেকে অংশু কুমার রায় ও পুলক দাস উপস্থিত ছিলেন।

এদিনের স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালের সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডাঃ রাজদীপ রায় বলেন, স্বাস্থ্য শিবিরে প্রত্যন্ত অঞ্চলের রোগীরাই বেশিরভাগ উপস্থিত হয়েছেন যারা আর্থিক প্রতিকূলতার জন্য ভাল হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবার সুযোগ পাননি। আজকে এখানে চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়েছেন এবং আমরা তাদের সেবা প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দু’টি হাসপাতালের তরফে আমরা রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দিয়েছি, আগামীদিনেও এধরণের স্বাস্থ্য শিবির জারী থাকবে বলে জানান ডাঃ রাজদীপ।