ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার তুলসী গাছের চারা বিতরণ

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখা সোমবার মালুগ্রামে অবস্থিত সর্বোদয় বিদ্যালয়ে সংস্কৃতি সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। শাখার সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে তুলসীগাছের চারা রোপণের উদ্দেশ্য বিকালবেলা মিলিত হন। এই উপলক্ষে দক্ষিণ শিলচর শাখার সম্পাদক শঙ্কর সরকার বলেন যে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করে। শাখার সম্পাদক শঙ্কর সরকার ও কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী বিদ্যালয়ের শিক্ষিকাদের হাতে তুলসী গাছের চারাগুলো তুলে দেন। শাখার কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী বলেন যে তুলসীকে হিন্দুধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বিদ্যালয়ে তুলসী গাছ লাগানোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে পারে।

ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার তুলসী গাছের চারা বিতরণ

অনুষ্ঠানে  শাখার সভাপতি ড, কিংশুক অধিকারী এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয়ের তরফ থেকে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এডভোকেট শেখর পাল চৌধুরী।

Spread the News
error: Content is protected !!