কুমারপাড়া-নিজ জয়নগর ও রাজনগর জিপির বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুন : শিলচর সংলগ্ন কুমারপাড়া-নিজ জয়নগর এবং রাজনগর জিপি এলাকার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার  বিধায়ক নিজজয়নগর (উজানগ্রাম) পয়েন্ট থেকে বুড়িবাইল ফেরিঘাট রোডের মধ্যে থাকা অকেজ সেতু, কুমারপাড়া নিজ জয়নগরের শ্রীকোণা-রানিঘাট রোড কাম বাঁধ বরাকনদী ভাঙন স্থল, সড়কের রাখাল খালের পারের সড়কের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের কার্য নির্বাহী প্রকৌশলী, জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী সহ দু’টি বিভাগের কর্মকর্তারা ছিলেন।

সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে দীপায়ন চক্রবর্তী বলেন, এবারের বন‍্যায় ভেঙে যাওয়া রানিঘাট- শ্রীকোণা সড়কের রাখাল খালের পারের ভাঙনস্থলটি যাতে শীর্ষ সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলা যায় এনিয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে জলস্তর আরও একটু কমলে কাজ করা হবে বলে জানন পূর্ত এবং জলসম্পদ বিভাগের আধিকারিকরা। নিজজয়নগর (উজানগ্রাম) পয়েন্ট থেকে বুড়িবাইল ফেরিঘাট রোডের মধ্যে থাকা অকেজ সেতু সংস্কারের বিষটি গুরুত্ব দেওয়া হয়।

কুমারপাড়া-নিজ জয়নগর ও রাজনগর জিপির বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন দীপায়নের

তিনি আরও বলেন, কংগ্রেস আমলে বানানো সেতু ও বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানের কাজ করেছেন বলেই বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতেই বাঁধ সহ সেতু গুলোর মধ্যে ফাটল ধরেছে। বিগত দিনে কংগ্রেসের শাসনকালে পরিকল্পনা বিহীন ও জনগণের মতামত ছাড়াই কাজ হয়েছে। কংগ্রেসের দুর্নীতির কাজগুলো পুনরায় সঠিকভাবে করার চেষ্টা করছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সদ্য রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা বরাক উপত্যকার বন্যা পরিদর্শন চলাকালীন বিধায়ক স্থান গুলোর বিষয়ে অবগত করান। কিন্তু সময়ের অভাবে মন্ত্রী এই স্থান গুলোতে পরিদর্শন করতে না পারলেও তিনি সমস্যাগুলো অতিস্বঃত্বর সমাধানের ক্ষেত্রে দায়িত্বে থাকা বিভাগ গুলোকে নির্দেশ দিয়ে যান। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপি কর্মী পীযূষ পাল, বিশু দাস, কানুরঞ্জন দাস প্রমুখ‍।

Author

Spread the News