জেলা গ্রন্থাগারের কাজ খতিয়ে দেখলেন দীপায়ন
আগামী দেড় বছরের মধ্যে একটা অংশ শেষ হবে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচর জেলা গ্রন্থাগারের ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার দুপুরে জেলা গ্রন্থাগারের নতুন ভবনের হওয়া কাজ খতিয়ে দেখতে সরজমিনে গিয়ে উপস্থিত হন বিধায়ক। কাজের গতিবিধি দেখে কাজের বরাদ্দকৃত ঠিকাদার সহ প্রকৌশলীর সঙ্গে কাজ নিয়ে বিষদভাবে আলোচনা করেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, জেলা গ্ৰন্থাগারটি আধুনিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের কাজ বিজেপি সরকারের আমলেই সূচনা হয়েছে এবং সে কাজ সঠিকভাবে নির্মাণ হচ্ছে কি না খতিয়ে দেখার দায়িত্বটা বিধায়কের। তাই তিনি বিধায়ক হিসেবে কাজ খতিয়ে দেখেন। তিনি বলেন, যদি কাজে কোন সমস্যা বা বিল বিষয়ে কোন অসুবিধা থাকে তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের নিয়ে কথা বলবেন। কাজ দ্রুত শেষ করার চেষ্টা করে যাবেন। শুক্রবার তিনি ঠিকাদারদের নিয়ে বৈঠকও করেছেন। এই প্রজেক্টে দুটি অংশ রয়েছে। একটি অংশ আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে। বিধায়কের সঙ্গে ছিলেন লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন।
এ দিকে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বলেন, ৪৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে এক অংশের কাজ শেষ হবে বলে আশাবাদী।