শিলচরে প্রধানমন্ত্রী আবাসের অনুদানপত্র বিতরণ দীপায়নের

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : শিলচরেও পিএমএওয়াই-জি এর অনুমোদনপত্র বিতরণী করা হল। বুধবার শিলচরের মেহেরপুরস্থিত ৭৮৫নং সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে অনুমোদনপত্র বিতরণ করা হয়। সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের অধিনে থাকা বিভিন্ন জিপির ২৩২৩ জন হিতাধিকারীর হাতে “পিএমএওয়াই-জি”র অনুদানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিধায়ক সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গরিব মানুষের সুবিধার্থে বর্তমান রাজ্য সরকার দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। ২০২৫/২৬শের অর্থ বাজেটে শিলচরে উড়ালপুল নির্মাণের পাশাপাশি গুচ্ছ প্রকল্প অনুমোদন করেছে বর্তমান সরকার। বিগত দিনে সরকারি ঘর নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে। তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিধায়ক বিগত দিনের শোষণ ও বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরেন। পিএমএওয়াই-জি”র ঘর আবেদন করতে গিয়ে দালাল চক্রকে অর্থ না দেওয়ার এদিন আবেদন জানিয়েছেন তিনি।বিধিয়ক জানান গরিব ও অসহায় মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জনহিতে একটি ওয়াটস আপ নম্বর জারি করেছেন। যদি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী আবাসের জন্য মানুষের কাছে অর্থ দাবি করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে শীঘ্রই মুখ্যমন্ত্রীর জারি করা নম্বরে নালিশ জানানোর জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

শিলচরে প্রধানমন্ত্রী আবাসের অনুদানপত্র বিতরণ দীপায়নের

তিনি জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা বুধবার পলাশ বাড়িতে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদনপত্র বিতরণী অনুষ্ঠানের সূচনা করেছেন। রাজ্যে ৩ লক্ষ ৮৮ হাজার হিতাধিকারী সরকারের দেওয়া অনুমোদনপত্র উপলব্ধ করবেন। গোটা অসমে ২০ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে সরকারের প্রধানমন্ত্রী আবাস লাভ করেছেন। আগামীতে জিও ট্যাগের মাধ্যমে ঘরের সিলেকশন প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার রাজ্যের আরও মানুষকে ঘর পাইয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রেখেছেন। অনুমোদনপত্র বিতরণী সভায় বিধায়ক আরও জানান সুষ্ঠু ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আসাম সরকারের হাতকে আরও শক্তিশালী করতে হবে। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে আসন্ন পাঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনে বাস্ক ভরে ভোট দেওয়ার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

এদিন বিধায়ক ছাড়াও জেলা পরিষদের সিইও প্রণব বরা, বিডিও প্রবীণ মাহাতো, মঞ্জুল দেব, রামকৃষ্ণ সিনহা, চামেলী পাল, গোপাল রায়, দুলাল দাস ও হীরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!