ডিমা হাসাওকে ৪ উইকেটে হারালো হাইলাকান্দি
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল: শেষ পর্যন্ত ডিমা হাসাও এর দ্ধে পুরো ছয় পয়ে
Soন্ট নিয়ে ম্যাচ শেষ করল হাইলাকান্দি। আসাম ক্রিকেট সংস্থা (এসিএ) আয়োজিত নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতায় আজ শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৯৯ ইরানের লিড নিয়ে দান ছাড়ে হাইলাকান্দি। তবে দ্বিতীয় ইনিংসে ডিমা হাসাও দল বালা ব্যাট করে ম্যাচটা জমিয়ে দেয়। এক সময় ৩ উইকেটে ১৬৫ রান ছিল তাদের। তবে শেষ পর্যন্ত ২০০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে প্রণব লাংথাসা ৬৫, ডেনাল থাওসেন ৩৫, অধিনায়ক জাহির উদ্দিন ২৪, প্রসেনজিৎ ঘোষ ১৬ রান করেন। হাইলাকান্দির বলার দের মধ্যে আমজাদ হোসেন চৌধুরী ৭১ রানে ৬ উইকেটের পতন ঘটান। দু’টি cd পেয়েছেন অধিনায়ক আল আমন মজুমদার।
এদিকে, ম্যাচ জেতার জন্য ১০২ রানের টার্গেট পেয়ে মাত্র ১ রানে ২ উইকেট হারায় হাইলাকান্দি। তবে কবির আহমদ চৌধুরী (৪৩) ও স্মিথ বিশ্বাস (অপরাজিত ৩৬) দলের হাল ধরেন। এরপরও প্রসেনজিৎ ঘোষের ভালো বোলিংয়ে আরো একবার চাপে পড়ে যায় হাইলাকান্দি। প্রসেনজিৎ তিনটি উইকেট নেন। ২৮.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০৩ রাম সংগ্রহ করে পুরো পয়েন্ট পেলেন আল আমনরা। এই কেন্দ্রে ডিমা হাসাও ও শ্রীভূমি জেলা দল শনিবার থেকে মুখোমুখি হবে।
