কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান শুরু ডিমা হাসাও জেলাপ্রশাসনের

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ডিমা হাসাও জেলায় অবৈধ রেটহোল কয়লা খনিগুলো বন্ধ করার অভিযানে নামলো জেলাপ্রশাসন ও পুলিশ। রবিবার সকাল থেকে উমরাংশু কালামাটি এলাকাতে থাকা সব অবৈধ রেটহল কয়লা খনি বন্ধ করতে অভিযান শুরু করেছে ডিমা হাসাও পুলিশ। গত ৬ জানুয়ারি উমরাংশু অসম কয়লা কোয়ারিতে বিপর্যয় সংঘটিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী এনিয়ে কঠোর হয়েছিলেন। মুখ্যমন্ত্রী এসব অবৈধ রেটহোল কয়লা খনি বন্ধের নির্দেশ দেন। তারপরই নড়েচড়ে বসে সরকার। অবশেষে রবিবার সকাল থেকে ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশসুপার ফারুক আহমেদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে।

রবিবার উমরাংশুতে বেশক’টি কয়লা খনি বন্ধ করার পাশাপাশি জেনারেটর সহ কয়লা খননের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। ডিমা হাসাও জেলার পুলিশসুপার ময়ঙ্ক কুমার জানিয়েছেন, রাজ্যের পুলিশ প্রধানের নির্দেশে উমরাংশু কালামাটিতে সব অবৈধ রেটহোল কয়লা খনি বন্ধ করতে অভিযান শুরু হয়েছে। রবিবার বেশ কয়টি কয়লা খনি সিল করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি কালামাটিতে থাকা সব অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে।

পুলিশসুপার বলেন, অসম কয়লা খনিতে গত ৬ জানুয়ারি যে বিপর্যয় ঘটে এর পরিপ্রেক্ষিতে উমরাংশু থানায় মামলা নম্বর ০২/২০২৫-য়ের অধীনে অসম কয়লা খনিতে অবৈধ রেটহোল কয়লা খননের সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পুনুস নুনিসা, রনবাহাদুর হাসনু, দিলবার হুসেন, বিপুল পুরুষা, আব্দুল হান্নান লস্কর, সুমনজিৎ লাংথাসা, সন্তোষ গুরুং আফজল হুসেন এনাম উদ্দিন মনবাহাদুর রাই বিক্রম গিরিসা। ধৃত সবাই এখন পুলিশের হেফাজতে রয়েছে।

কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান শুরু ডিমা হাসাও জেলাপ্রশাসনের
কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান শুরু ডিমা হাসাও জেলাপ্রশাসনের
Spread the News
error: Content is protected !!