দ্বিতীয় শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন পুরস্কার পেলেন দিলু দাস

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : আন্তর্জাতিক স্তরের সেচ্ছাসেবী সংগঠন লায়ন ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২২জি এর গভর্ণর লায়ন সীমা গয়েনকার নেতৃত্বাধীন ২০২৪-২৫ ‘লায়ন্স ইয়ার’ এর কেবিনেটের সদস্যরূপে ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সদস্য দিলু দাস। আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের প্রায় শতাধিক লায়ন্স ক্লাব নিয়ে গঠিত লায়ন ডিস্ট্রিক্ট ৩২২জি এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন দিলু দাসকে সড়ক সুরক্ষা ও ট্রাফিক সচেতনতার অভিযানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করা এবং বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠানের আয়োজন করার জন্য দ্বিতীয় শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন পুরস্কার পান। রবিবার গুয়াহাটিতে এক অভিজাত হোটেলের কনফারেন্স অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী সভায় ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন সীমা গয়েনকা ও প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর মন্দিরা চন্দ্র দ্বিতীয় শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন পুরস্কার লায়ন দিলু দাসের হাতে তুলে দেন।

উল্লেখ্য, লায়ন্স দিলু দাস সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দিলু দাস জেলা সড়ক সুরক্ষা কমিটি, কাছাড় এর অন্যতম সদস্য রূপে বছরব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক ও সচেতনতা সভার আয়োজন করে যাচ্ছেন।

দ্বিতীয় শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন পুরস্কার পেলেন দিলু দাস

Author

Spread the News