দিগরখাল টোলগেটে সিগারেট সহ আটক দুই
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : দিগরখাল টোলগেটে লরি থেকে বিদেশি সিগারট উদ্ধার সহ দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে প্রতিবেশী রাজ্য থেকে আসা একটি ১৬-চাকাওয়ালা ট্রাক (NL-01-AG-9939) দিগরখাল টোল গেটে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিদেশি Esse Lights সিগারেটের ১২২০টি বাক্স উদ্ধার করা হয়। আটক করা হয় দু’জনকে। তারা হল এবাদুর রহমান লস্কর (২৭) বাড়ি বড়খলার উজাননগর ও ময়নাছড়ার জামিল উদ্দিন লস্কর (২৬)।
উদ্ধার হওয়া সিগারেটের বাক্সগুলি, দুটি মোবাইল ফোন এবং উল্লিখিত যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে।