কাছাড়ে ডিজিটাল চোরের দাপট, আটক ২

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : কাছাড়ে বাড়ছে ডিজিটাল চোরের দাপট। বুধবার শালচাপড়ায় ডিজিটাল চোরের হাত থেকে রক্ষা পেলেন এক স্থানীয় ব্যবসায়ী। ব্যবসায়ী মনসুর আহমদ লস্কর জানান, সকাল সাড়ে দশটা নাগাদ তিন যুবক স্কুটি করে এসে তাঁর দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন জাতীয় সড়কের উপর স্কুটিতে বসে থাকে, অপর দুই যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী ক্রয় করে। পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক অ্যাপ ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে। তবে অনলাইনে কোনও টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয়। এসময় ব্যবসায়ী প্রতিবাদ জানালে দুই যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করেন। আটক দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে, ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয় প্রদানের সময় একেকবার একেক নাম বলতে থাকে। এতে তাদের বড় কোনও চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এ বিষয়ে পুলিশের তদন্ত দাবি উঠেছে।

প্রসঙ্গত, ডিজিটাল প্রতারণার ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞদের পরামর্শ, যে কোনও আর্থিক লেনদেনে সচেতন থাকাই একমাত্র উপায়।

Spread the News
error: Content is protected !!