ডিব্ৰুগড়ে চা জনগোষ্ঠীর ST মর্যাদা সহ বিভিন্ন দাবিতে বিশাল গণসমাবেশ
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : ডিব্ৰুগড় জেলায় চা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ এসটি (অনুসূচীত জনজাতি) মর্যাদাসহ আরও কয়েকটি দাবিতে রাস্তায় নামেন। এই বিশাল গণসমাবেশের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ST মর্যাদার স্বীকৃতি, দৈনিক মজুরি বৃদ্ধি, এবং ভূমির মালিকানা প্রদান।
ডিব্ৰুগড়ের চৌকিদিঙি এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেন।
সূত্র অনুযায়ী, এই প্রতিবাদের ফলে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির কারণে কয়েকটি বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে। এই আন্দোলনের প্রভাব পড়েছে ২১৮টি চা-বাগান, প্রায় ২৪ হাজার ক্ষুদ্র চা চাষি এবং ৭০টি কিনা পাত প্রক্রিয়াকরণ কারখানার ওপর। কারণ, এইসব কর্মক্ষেত্রের অধিকাংশ শ্রমিকই আজকের সমাবেশে অংশগ্রহণ করেন।
এই বিশাল সমাবেশটি আয়োজন করে একাধিক সংগঠনের যৌথ মঞ্চ অর্রাৎ অসম চা মজদুর সংঘ (ACMS), অসম চা জনজাতি ছাত্র সংস্থা (ATTSA), সারা আদিবাসী ছাত্র সংস্থা অসম (AASAA), ৩৬ জনজাতি পরিষদ এবং চা জনগোষ্ঠীর জাতীয় মহাসভা।
ATTSA-র সভাপতি ধীরাজ গোয়ালা বলেন, “আমরা রাজ্যের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও চরমভাবে বঞ্চিত। বিজেপি আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু আমাদের ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “ভূমিহীন চা শ্রমিকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।”
ACMS-এর ডিব্ৰুগড় জেলা সম্পাদক নবীনচন্দ্র কেওট বলেন, “স্বাধীনতার ৭৮ বছর পরেও চা জনগোষ্ঠী এবং আদিবাসীরা দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন।” তিনি হুঁশিয়ারি দেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ST মর্যাদা, দৈনিক ন্যূনতম মজুরি ৫৫১ টাকা এবং ভূমির অধিকার না দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে।”
এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পাঁচবারের সাংসদ পবন সিং ঘাটোয়ারাও। তিনি রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।