জয়পুরে ধামাইল উৎসবে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ৬ জুলাই : প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ধামাইল উৎসব জয়পুরে। ঈগল মিউসিক শিলচর ও জয়পুর ড্রামা ফ্যামিলি যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী উৎসব হয়ে উঠেছিল ধামাইল সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। ঐতিহ্যের সম্মিলনে সেজে উঠেছিল গোটা জয়পুর এলাকা।
উৎসবে মোট ১৯টি ধামাইল দল অংশগ্রহণ করে। তারা একে একে পরিবেশন করেন ধামাইলের সুরে বোনা লোকগান ও নৃত্যানুষ্ঠান। সারা দিন জুড়ে দর্শকদের আগমনে মুখর ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ।

এ দিনের অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় জয়পুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ রাজু দেব ও নেহেরু কলেজের অধ্যাপক ও সংস্কৃতি সংগঠক শুভজিৎ চক্রবর্তীকে। তাঁদের সমাজ ও সংস্কৃতির প্রতি অবদানের জন্য এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। এছাড়াও সম্মিলিত লোকমঞ্চ ড. অনুপকুমার রায়কে সম্মাননা জানানো হয়।

নৃত্যশিল্পী সংবর্ধনা ধামাইল ও সিলেটি লোকনৃত্যকে জনপ্রিয় করে তুলতে নিরলস কাজ করে চলেছেন Eagle Music Silchar YouTube Channel-এর দুই নিয়মিত শিল্পী লাভি নাথ ও *মেঘা রাজপুত্র। তাদের উৎসবের মঞ্চে বিশেষ সম্মাননাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌসুমী রায়।

উৎসবের শেষে আয়োজক সমরজিৎ দে বলেন, “এই উৎসব শুধু নৃত্য নয়, আমাদের সাংস্কৃতিক শিকড়কে টিকিয়ে রাখার এক প্রয়াস। জয়পুর থেকে ধামাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার এ এক ঐতিহাসিক সূচনা।” ধামাইল উৎসব সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রিয়ঙ্কা নাথ, মিমু পাল, সোনালী দাস, লাভি নাথ, সমরজিৎ দে, সান্তা সূত্রধর, প্রিয়ঙ্কা দাস, প্রিয়ঙ্কা দে, সুস্মিতা দাস ও বর্ণলী দাস।