হাফলং শহর সংলগ্ন ধুবিলাইন রাস্তা বেহাল, অতিষ্ঠ জনগণ
পিএনসি, হাফলং।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : বিজেপি শাসিত উওরকাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ জেলার উন্নয়নের গতি ত্বরান্বিত করে যাচ্ছে। এমন দাবি অনেকেই করেন। কিন্ত জেলাসদর হাফলং থেকে মাত্র এক বা দেড় কিলোমিটার দূর ধুবিলাইন যাওয়ার রাস্তাটির অবস্থা একেবারে শোচনীয়। এক পশলা বৃষ্টিপাত হলেই রাস্তার উপর জলে থৈ থৈ করে। এতে পথচারীদের পায়ে হেঁটে চলা মুসকিল হয়ে পড়ে। এমনকী যানবাহন চলাচলকালে পথচারীদের গায়ে জল যে ছিটকে পড়ে কাপড়-চোপড় নষ্ট করে ফেলে। এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। রাস্তাটির ফুটপাত সংলগ্ন এক চা দোকানী জানান, এই দুর্গম রাস্তাটির দরুন ক্রেতারা পর্যন্ত দোকানে আসছে না। এতে রুজিরোজগার একেবারে লাটে উঠেছে।
রাস্তাটির স্থানে স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। গত দু’দিনের বৃষ্টিতে রাস্তাটি আরও ভয়াবহ হয়ে উঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়। এদিকে, বর্তমানে রাস্তাটির সংস্কার কাজে হাত লাগিয়েছে পূর্তবিভাগ। পুজোর আগেই মেরামতির কাজ সম্পন্ন হয়ে যাবে বিভাগের এক সূত্রে জানা যায়।