বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : ধলাই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ মনোনয়নপত্র দাখিল করলেন। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল সমর্থক কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রার মাধ্যমে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা ও বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, জেলা সভাপতি অভিজিৎ পালের উপস্থিতিতে জেলা আয়ুক্তের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।
মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, বরাক উপত্যকার জনগণদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বিজেপি সরকার। আর ধলাই বিধানসভার উপনির্বাচনে জনগণ এর সঠিক জবাব দেবেন। বিজেপি সরকার চা-শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করে রেখেছে। এছাড়া বিজেপি সরকারের আমলে দুর্নীতির জবাব দিতে প্রস্তুত রয়েছেন ভোটাররা।

