জিপি ডিলিমিটেশন, সোনাই সার্কল অফিসের সামনে ধরনা-প্রতিবাদ
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধরনায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কল অফিসের সামনে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী ধরনায় বসেন কংগ্রেস-ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।
রাজনৈতিক ভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত এই ডিলিমিটিশন বলে অভিযোগ
ডিলিমিটেশনের খসড়ায় ২৪টি জিপি থেকে কমিয়ে ১৮টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসওপি-কে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটিশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ। রাজনৈতিক ভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত এই ডিলিমিটিশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধরনায় ডিলিমিটিশনের চূড়ান্ত তালিকায় অন্তত ২৪টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা।