বাংলাদেশকাণ্ড : প্রতিবাদে উত্তাল শিলচর, সনাতনী ঐক্য মঞ্চের ধরনা
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : প্রভূ চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ধরনা কর্মসূচি পালন সনাতনী ঐক্য মঞ্চের। মঙ্গলবার সনাতনী ঐক্য মঞ্চ আসামের উদ্যোগে শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধরনা পালন করা হয়। মঞ্চের তরফে প্রভূ চিন্ময়কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উত্থাপন করা হয়। প্রতিবেশী রাষ্ট্রে বর্বরচিত ঘটনা ও সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধরনা চলাকালীন সড়কের উপর বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে সেদেশের সামগ্রী পুড়িয়ে উত্তাল প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস্যরা।

প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা আগামী তিনদিনের মধ্যে বাংলাদেশের যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। যেদেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করেছে সেদেশের সামগ্রী এখানের স্থানীয়রা ব্যবহার করবেন তা কোনভাবেই মেনে নেওয়া যাবে না বলে হুংকার ছাড়লেন মঞ্চের সদস্যরা। বাংলাদেশের সমস্ত দ্রব্য ও সামগ্রী বয়কট করার এদিন ফতোয়া জারি করেছেন উদ্যোক্তারা। শিলচর এক্সপো মেলার ব্যানারে লেখা নাম যেভাবে মুছে ফেলা হয়েছে ঠিক তেমনই আগামীতে সেদেশের হিন্দু নির্যাতন বন্ধ করা না হলে শীঘ্রই পৃথিবী থেকে বাংলাদেশের নাম ভারত মুছে ফেলবে বলে সেদেশের সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বাংলাদেশের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনকে এগিয়ে নিতে সকল সনাতনীদের একমঞ্চে আসার আহ্বান জানিয়েছেন সনাতনী ঐক্য মঞ্চ আসামের কর্মকর্তারা। এ দিন উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, কণাদ পুরকায়স্থ, মিঠুন নাথ, ধর্মানন্দ দেব, মানব সিং প্রমুখ। এ দিন এক স্মারকপত্র প্রদান করা হয়।
