শিলকুড়িতে ফুটবল আসর শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী ধরমখাল

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলকুড়িতে শুরু হল ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে জয়ী হয় ধরমখাল দল। রবিবার জনকল্যাণ সংস্থার উদ্যোগে কমলাকান্ত ধর স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২-০ গোলে হারায় আশ্রম রোড দলকে।

শিলকুড়ি ক্যাম্পের কমলাকান্ত ধর মেমোরিয়াল মিনি স্টেডিয়ামে ধরমখাল ইয়ং ব্রাদার্সের অভি ঠাকুর ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। সমতায় ফিরতে হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে আশ্রম রোড শিলচরের খেলোয়াড়রা। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে দীপঙ্কর দাস আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন
শিবসাগর গৌর, নিমাই দে, সিবাশ দাস, নিবারণ দাস, রমেশ নুনিয়া, ঋষিকেশ চক্রবর্তী, সুমন দাস, প্রসনজিৎ দাস, শিলকুড়ি জনকল্যাণ সংস্থার বিজয় দাস, পাংকু নাগ, শঙ্কু মালা, বলরাম কানু সহ অন্যান্য সদস্যরা।

শিলকুড়িতে ফুটবল আসর শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী ধরমখাল

Author

Spread the News