গাজায় শান্তি প্রতিষ্ঠার কামনা ধনেহরি ঈদগাহে, ভিড়ে ঠাসা ময়দান

আশু চৌধুরী, সোনাই।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : বছর দেড়েক ধরে চলা গাজার ধ্বংসলীলা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠিত করতে আল্লাহর কাছে দোয়া করলেন ধনেহরি ঈদগাহের ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষ। সোমবার সকালে সারা দেশের সঙ্গে সোনাইয়ের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ধনেহরি ঈদগাহে। আর নামাজ শেষে প্রায় দশ হাজার লোক নিয়ে আল্লাহর কাছে এই দোয়া করলেন সোনাই আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া।

এ দিন সকাল নয়টায় নামাজ শুরু হয়। এর আগে রমজান, জাকাত, ফিৎরা ও বিভিন্ন বয়ান রাখেন মওলানা নাজির হোসেন মজুমদার, মওলানা অজিবুল ইসলাম, মওলানা জাবির হোসেন ও মওলানা মকবুল হক। এ ছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঈদগাহ পরিচালন কমিটির সম্পাদক এনএ রাজীব হোসেন বড়লস্কর। এ দিন সকালে ঈদগাহে মানুষের ঢল নামে। পুরো ঈদগাহ ভরে বাইরেও দুই রাকাত নামাজ আদায় করেছেন বহু মুসল্লি। নামাজ শেষে ইমাম মওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া বিশ্বের সর্বশ্রেনির মানুষের কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বের বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করে শান্তি কামনা করেন। প্রাকৃতিক সহ বিভিন্ন বিপদ থেকে মানুষকে রক্ষা করার কাতর আর্জি রাখেন। দোয়া শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ দিকে, নামাজ পরিচালনার সময় সোনাই পুলিশের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্পাদক বড়ভূইয়া।
