আধুনিকতার নামে নিজস্ব সত্তা হারাচ্ছে ধামাইল : অতীন দাশ

বরাক তরঙ্গ, ২৬ মে : শিলচর শহরের ক্লাব রোড থাকা হোটেল ইলোরা হেরিটেজে রবিবার সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করা হয়। ধামাইলকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির দাবির পরিপ্রক্ষিতে প্রথম পদক্ষেপ হিসাবে এদিন এই উদ্যোগ গ্রহণ করা হয় সম্মিলিত লোকমঞ্চের তরফে। 

আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন শিলচরে____

সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবিদ রাজা মজুমদার, অধ্যাপক প্রিয়ব্রত নাথ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তথা ধামালি চুনারুঘাট বাংলাদেশের সভাপতি মুস্তাক বাহার, বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, শিলচরের বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাশ, শিল্পী সংগঠক বিনাপাণি নাথ ও সমাজসেবী স্বর্ণালী চৌধুরী প্রমুখ। এছাড়াও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহধর্মিণী রুমলি ভট্টাচার্য, মনোরঞ্জন মালাকার, অরিন্দম ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, নিখিল পাল, অধ্যাপক অজয় রায়, দৈনিক যুগশঙ্খ পত্রিকার ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোঁড় ও বর্তমান সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, গৌরী শঙ্কর নাথ, সমাজসেবী গৌতম গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন এবং সংস্থার তরফে এদেরকে উত্তরীয় ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।  

আধুনিকতার নামে নিজস্ব সত্তা হারাচ্ছে ধামাইল : অতীন দাশ

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতীন দাশ বলেন, আজকের দিনটি বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। কারণ বাঙালির সংস্কৃতির বিশেষ অঙ্গ ধামাইলকে প্রথমবারের মত ‘আন্তর্জাতিক ধামাইল দিবস’ হিসেবে পালন হচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের ব‍্যাপারে সকল ধরনের প্রচেষ্টা করার আবেদন রাখেন তিনি। তিনি আরও বলেন, ধামাইল গানের অনেক বিবর্তন ঘটেছে বর্তমানে। আধুনিকতার নামে নিজস্ব সত্তা হারাতে বসেছে। এ ব্যাপারে সম্মিলিত লোকমঞ্চের মতো কিছু সাংস্কৃতিক সংগঠন যেভাবে ধামাইলকে আন্দোলনের রূপ দিচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। 

সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায়ের পৌরোহিত‍্যে আমন্ত্রিত অতিথি বাংলাদেশের আইনজীবী মুস্তাক বাহার বলেন, আজকের দিনে ধামাইল দিবস কেন পালন করা হচ্ছে? এর কারণ ব‍্যাখ‍্যা করতে গিয়ে বলেন, রাধারমণ দত্ত হচ্ছেন ধামাইল গানের প্রাণ পুরুষ। তাই তাঁর জন্মদিনকে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে উদযাপন করার প্রয়াস নেওয়া হয়েছে। তিনি বলেন সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে যে প্রয়াস নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও জানান, ২৬ মে পৃথিবীর বিভিন্ন দেশে ছোট পরিসরে আন্তর্জাতিক স্তরে আজকের এই দিনটি পালিত হয়। তিনি জানান ধামাইলকে একটা ট্রাডিশনাল নৃত্য হিসেবে সম্মান দেওয়ার জন্য ইউনেস্কোতে প্রস্তাব পাঠানোর যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন, একইভাবে ধামাইল দিবসকে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে মান্যতা প্রদান এর ব্যাপারেও তারা কাজ করে যাচ্ছেন।

এদিকে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় বলেন, আসামের মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ২০২৩ সালে মহাসংস্কৃতি সম্মেলনে বিহু নৃত্য, রবীন্দ্র সংগীতের সঙ্গে ধামাইলকে মান‍্যতা দিয়েছেন। ধামাইলের ওপর কর্মশালা করার জন্য আবেদন রাখেন তিনি। শিল্পী সংগঠক বীণাপানী নাথ বলেন ধামাইলের মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ‍্যাত্মিক বিষয়ে চর্চা হ‍য়। এর প্রচার ও প্রসারের জন্য প্রয়াস চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষাবিদ প্রিয়ব্রত নাথ বলেন, ধামাইল নাচ এবং গান একটি সম্মিলিত শিল্প। যার মধ্যে অনেক আচার আচরণ মিশে রয়েছে। সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন, ধামাইল এই উপত্যকার মানুষের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। রাধারমণ দত্তের জন্মদিন উপলক্ষে এই দিনকে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসাবে পালন করে উনার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। শুরুতে সভার উদ্দেশ্য ব‍্যাখ‍্যা করেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায়। তিনি লোক সংস্কৃতির প্রচার ও প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থ, ক্রীড়া সংগঠক বাবুল হোড, গৌতম গুপ্ত, নীলাক্ষ চৌধুরী, রুমলি ভট্টাচার্য, কানাইলাল দাস প্রমুখ‍।

ধামাইকে সরকারি স্বীকৃতি প্রদানের জন‍্য এদিন  অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে ‘ধামাইল দিবসের প্রস্তাব’ পাঠ করা হয়। ধামাইল দিবসের প্রস্তাব পাঠ করেন যথাক্রমে বাংলায় ঝিমলি নাথ ও ইংরেজিতে অঙ্কিতা ভট্টাচাৰ্য। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চতপা চৌধুরী । ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুপ্রদীপ দত্তরায়।

উল্লেখ্য অনুষ্ঠানে ধামাইল নৃত্য পরিবেশন করেন দুধপাতিল নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, অষ্টসখী ধামাইল গ্রুপ, পারমিতা সঙ্গীতালয়, নুপূর সাংস্কৃতিক সংস্থা, পঞ্চানন কলা নিকেতন, আকাশ গঙ্গা ধামাইল গ্রুপ ও পরিবর্তন এনজিও-র শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলা নাথ, মনিমিতা গোস্বামী, জলি শুক্লবৈদ্য, মনোরঞ্জন মালাকার, রাজশ্রী নাথ, জুয়েল নাথ, জলসা নাথ, শুক্লা নাথ, অসীম ভট্টাচার্য প্রমুখ। গোটা অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সংস্থার সম্পাদক ভাস্কর দাস ভাবে নিরলস ভাবে কাজ করেছেন সে কথা উল্লেখ করেন কানাইলাল দাস ও বাংলাদেশ থেকে আগত অতিথি আইনজীবি মোস্তাক বাহার । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার বরিষ্ঠ সদস্য দীপক নাথ, গৌতম সিনহা, স্মৃতি দাস, কিশোর দত্তরায় প্রমুখ। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সংস্থার প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Author

Spread the News