অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে : ডিজিপি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ সোপ্টেম্বর : বরাক সফরে এসে রাজ্য পুলিশের ডিজিপি হরমিত সিং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে অংশ নেন। শ্রীভুমি ও হাইলাকান্দি জেলার বৈঠক সেরে ডিজিপি শুক্রবার কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরাকে পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডিজিপি হরমিত সিং এদিন জানান, অসম পুলিশকে শুধুমাত্র অপরাধ দমনকারী সংস্থা নয়, একটি জনসেবা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত করা দরকার। বরাকের বুকে পুলিশ যে নিষ্ঠা, আগ্রহ ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছে তা প্রশংসনীয়। বর্তমানে অসম পুলিশ বরাকের তিন জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে এদিন অবগত হওয়ার চেষ্টা করেছেন ডিজিপি হরমিত সিং। অসম পুলিশের সামগ্রীক কর্মদক্ষতা, দৈনন্দিন কার্যপ্রণালী, জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন তিনি। ডিজিপি জানান, বিগত দিনে আসামে অরাজগতার পরিবেশ ছিল, কিন্তু বর্তমান অসমে শান্তি বিরাজ করছে এবং গোটা রাজ্য উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে।

রাজ্যবাসীর সুরক্ষা ও সাধনের একটি মাধ্যম হিসেবে আসাম পুলিশ উঠে আসুক এটা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ রয়েছে। এবং রাজ্য সরকারের সেই নির্দেশকে মাথায় রেখে অসম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জেলার অপরাধ মূলক গতিবিধি, মানুষের সুরক্ষা ও নিরাপত্তা, পুলিশ ও জনতার সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন তিনি। এছাড়াও অবৈধ অনুপ্রবেশকারীদের উপরও রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানিয়েছেন ডিজিপি। সকলকে সঙ্গে নিয়ে আসাম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জনসেবায় রাজ্য পুলিশ যাতে আগামীতে অসমে প্রথম স্থান দখল করতে পারে,সে উদ্দেশ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি হরমিত সিং।

Spread the News
error: Content is protected !!