লঙ্গাই নদী থেকে বালু উত্তোলনে ডিএফও-কে স্মারকলিপি প্রদান

বরাক তরঙ্গ, ১০ জুলাই : শ্রীভূমি জেলা বন সমমণ্ডলের আওতাধীন পাথারকান্দির ফরেস্ট রেঞ্জের আওতাধীন নালিবাড়ি ও পয়লামুলি এলাকায় লঙ্গাই নদী থেকে অবৈধভাবে মোটর পাম্প ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন। এই ইস্যুতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার নবনিযুক্ত জেলা বন আধিকারিক  অমল আর বরহাদির কাছে এক স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বাসিন্দাদের পক্ষে আহাদ হোসেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একজন বালু মহালদার এলাকার পাট্টা জমি ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে বালু খনন ও উত্তোলন করে চলেছেন। ঐ জমিটি এতদিন গ্রামবাসীর গবাদি পশুর খাদ্যের অন্যতম উৎস ছিল। গোচারণভূমি হিসেবে ব্যবহৃত হওয়ায় পশুরা অবাধে সেখানে ঘাস খেত। কিন্তু এখন সেই জমিতে মেশিন লাগিয়ে বালু উত্তোলনের কারণে পশু খাদ্যের সঙ্কট চরম আকার ধারণ করেছে।

এখানেই শেষ নয় বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ডিজেলচালিত মোটর পাম্পের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং রোগাক্রান্ত মানুষজন। এমনকি পাম্প মেশিন থেকে নির্গত ধোঁয়ায় এলাকায় দূষণের মাত্রাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা পরিবেশের ভারসাম্যকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

জানা গেছে, এর আগেও এলাকাবাসী সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই অনিয়মের বিষয়ে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে এবার তাঁরা নবাগত জেলা বন আধিকারিকের কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

স্থানীয়রা আশা করছেন, নবনিযুক্ত বন আধিকারিক অমল আর বরহাদি অবিলম্বে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ভূমিকা রাখবেন।

Author

Spread the News