শিলচরে শান্তিপূর্ণ ভাবে চলছে দেবী বিসর্জন
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শিলচর শহরে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ভাবে চলছে প্রতিমা নিরঞ্জন। রবিবার শিলচর শহরে প্রত্যেকটি পূজামণ্ডপ কমিটিরা ঢাকঢোল বাজি পটকা ও নৃত্য প্রদর্শন সহ আনন্দ-উল্লাসের সঙ্গে দুর্গা প্রতিমা নিয়ে শিলচর সদরঘাটে বিসর্জন করছেন। দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের উপছে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
বিসর্জন দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে মা জননী সংগঠনের পক্ষ থেকে পানীয়জল বিতরণ করতে দেখা যায়। ঠাণ্ডা পানীয়জল, সরবত, চকলেট বিতরণ করছে শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ, হৃদয় এনজিও সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হচ্ছে। প্রত্যেকটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী ও অর্ধ সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে।এবং সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছে প্রতিমা বিসর্জন। সকাল থেকে শুরু হয় দেবী বিসর্জন। তিথির দরুন শনিবার থেকে দশমী শুরু হয়। এতে শনিবারই ঘরোয়া পূজার প্রতিমা বিসর্জন করা হয়েছে।