বিকশিত পূর্বোত্তর ভারত এবং অ্যাক্ট ইস্ট নীতি শীর্ষক গবেষণা সম্মেলন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং স্টুডেন্টস ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি (সোধ) ও আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহযোগিতায় বিগত ১৯-২০ ফেব্রুয়ারি আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বিকশিত পূর্বোত্তর ভারত এবং অ্যাক্ট ইস্ট নীতি’ শীর্ষক এক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিবসীয় সম্মেলনে মোট পাঁচটি টেকনিক্যাল সেশনে যে বিষয় গুলি নিয়ে প্যানেলিস্টরা বক্তব্য রাখেন সেগুলির মধ্যে ছিল ‘সীমান্তে সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক’, ‘বহিরাগত হুমকি এবং নিরাপত্তা: অস্ত্র, মাদক এবং অনুপ্রবেশ, ভারতের আন্তর্জাতিক সীমান্ত সমস্যা এবং সমাধান’, ‘সভ্যতাগত রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি এবং ভারতের পররাষ্ট্র নীতি: একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি’ ইত্যাদি। 

দুদিবসীয় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক প্রফেসর রাজীবমোহন পন্থ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র রাষ্ট্রীয় সভাপতি শিক্ষাবিদ প্রফেসর রাজশরণ সাহি।

বিকশিত পূর্বোত্তর ভারত এবং অ্যাক্ট ইস্ট নীতি শীর্ষক গবেষণা সম্মেলন আসাম বিশ্ববিদ্যালয়ে

স্বাগত বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবতোষ চক্রবর্তী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি তথা স্টুডেন্টস ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি (সোধ) এর জাতীয় সহ আহ্বায়ক শুভম রায়। সম্মেলনে বক্তব্য রাখেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সহ সংগঠন মন্ত্রী গোবিন্দ নায়ক, সোধ এর জাতীয় আহ্বায়ক অর্জুন আনন্দ, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অ্যাসোশিয়েট প্রফেসর রবি আর শুক্লা, অলোক কুমার সিং, অর্জুন আনন্দ, আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর নিরঞ্জন রায়, ড. হর্ষ এস, ডঃ বরুণজ্যোতি চৌধুরী, অধ্যাপক অরুণজ্যোতি নাথ, আইআইটি গুয়াহাটির বায়োট্যাকনোলজি বিভাগের অধ্যাপক ভি ভেঙ্কট দাসু, ড. অলোক কুমার সিং, রামি নিরঞ্জন দেশাই, বিবেক পোদ্দার, ডঃ অম্লান দত্ত এবং অন্যান্যরা অ্যাক্ট ইস্ট নীতির আলোকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। 

বিকশিত পূর্বোত্তর ভারত এবং অ্যাক্ট ইস্ট নীতি শীর্ষক গবেষণা সম্মেলন আসাম বিশ্ববিদ্যালয়ে

এদিন বহিরাগত হুমকি এবং নিরাপত্তা সমস্যার উপর একটি আকর্ষণীয় অধিবেশন পরিচালনা করেন সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর। সংস্থার পক্ষ থেকে আসাম পুলিশের প্রাক্তন ডিজি প্রদীপ কুমার (আইপিএস), জাতীয় সহ আহ্বায়ক, এসজেএম প্রদীপণ, ড. সুনীল প্রসাদ প্রমুখ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন। এছাড়াও ভারত চীন নিরাপত্তা সমস্যার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী যাদুঘর ও গ্রন্থাগার এর জুনিয়র ফেলো ড. অম্লান দত্ত। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রফেসর দেবতোষ চক্রবর্তী কনক্লেভের ধারণা শুরু করার জন্য এবং অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্থকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিকশিত পূর্বোত্তর ভারত এবং অ্যাক্ট ইস্ট নীতি শীর্ষক গবেষণা সম্মেলন আসাম বিশ্ববিদ্যালয়ে

এছাড়াও অনুষ্ঠানকে দুর্দান্ত ভাবে সাফল্য মণ্ডিত করতে সর্বাত্মক সহযোগিতার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ প্রদোষ কিরণ নাথ, আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিন প্রফেসর অনুপকুমার দে সহ সোধ এর জাতীয় সহ আহ্বায়ক শ্রী শুভম রায়কে বিশেষ করে ধন্যবাদ জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবতোষ চক্রবর্তী। উল্লেখ্য, এই প্রথম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোন রাষ্ট্রীয় সভাপতি বরাক উপত্যকা সফরে এলেন। 

Author

Spread the News