জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়েঐক্যবোধ রক্ষা করুন : দিশারী

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরের পহেলগাঁও এ মনোরম শোভা দেখতে যাওয়া প্রকৃতি প্রেমিকরা সন্ত্রাসী জিঘাংসায় কফিন বন্দি হয়ে ফিরে এলেন। কয়েক মূহুর্তে তাদের সঙ্গী জীবনসাথী ও সন্তানদের জীবনের লয় কেটে নেমে এল অন্ধকারময় দীর্ঘ প্রহর। এই অকল্পনীয় মর্মান্তিক ঘটনায় গোটা দেশ আজ শোকাহত। সন্ত্রাসের এই শিহরণ জাগানো কাণ্ডে দেশ ঐক্যবদ্ধভাবে নিন্দা ও প্রতিবাদে সোচ্চার। দিশারী সাংস্কৃতিক সংস্থাও এই প্রতিবাদে সামিল হয়ে ধর্মকে ঢাল করে তৎপর রক্ত লোলুপ বর্বর সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলার জন্য সরকারের কাছে জোরালো দাবি তুলেছে।

দিশারীর সভানেত্রী গৌরী দত্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর চক্রবর্তী এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছেন, সংস্থার সদস্যরা এক বৈঠকে ঘটনার নিন্দে করে এসবের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করেছেন।এক্ষেত্রে সরকার দ্রুত পদক্ষেপ করায় দিশারী সন্তোষ ব্যক্ত বলেছে, দেশ আজ ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে রয়েছে। এই স্থিতি অক্ষুন্ন রাখার প্রয়াসে দিশারী সবাইকে সদর্থক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি জঙ্গি সন্ত্রাস ইস্যুতে দেশে সব শ্রেণীর মানুষের মধ্যে ঐক্যবোধের যে নয়া মাত্রা তৈরি হয়েছে তাতে বিভাজন সৃষ্টির চেষ্টা লক্ষ করে গভীর উৎকন্ঠাও ব্যক্ত করছে দিশারী। সন্ত্রাসের বিরুদ্ধে সব শ্রেণীর মানুষের  লড়াইকে সংহত করতে সম্প্রীতি ও সমন্বয় আবহ অক্ষুন্ন রাখা এখন সময়ের দাবি বলে বিবৃতিতে দিশারীর তরফে অভিমত ব্যক্ত করা হয়েছে।

জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়েঐক্যবোধ রক্ষা করুন : দিশারী
Spread the News
error: Content is protected !!