অসম-বঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস

১৮ ফেব্রুয়ারি : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও কো-ডিস্ট্রিক্টের অধীন অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস করেছেন অসম পুলিশ ও আবগারি দফতরের কর্মকর্তারা। মঙ্গলবার গোসাঁইগাঁও মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) হীরেনকুমার ডেকা এ খবর দিয়ে জানান, তাঁর নেতৃত্বে অবৈধ চাষাবাদের জন্য পরিচিত কুখ্যাত অঞ্চল সংকোশ নদীর চর এলাকায় আবগারি দফতরের আধিকারিক ও কর্মচারী এবং পুলিশের যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। নদী পেরিয়ে আফিম খেতে পৌঁছেন তাঁরা। সেখানে আফিম চাষে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে জানান তিনি।

এসডিপিও ডেকা জানান, আফিম খেতে পৌঁছে যৌথ বাহিনী ট্র্যাক্টর-লাঙ্গলের সাহায্যে ফসল ধ্বংস করেছে। তাঁরা অনুমান করছেন, এক কেজি আফিমের বাজারমূল্য প্ৰায় ৬৪ লক্ষ টাকা হলে অবৈধ খেতে বেশ কয়েক কোটি টাকার আফিম নষ্ট করা হয়েছে। তিনি জানান, অবৈধ আফিম চাষের জন্য দায়ীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রচেষ্টা জোরদার করা হয়।

অসম-বঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস
অসম-বঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস
Spread the News
error: Content is protected !!