Euro : হারিয়েও পর্তুগালের সঙ্গে শেষ ষোলয় জর্জিয়া

২৭ জুন : বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনা জর্জিয়ার। ঐতিহাসিক রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল জর্জিয়া। চলতি ইউরোয় সবচেয়ে বড় অঘটন। অবিশ্বাস্য জয়। মেজর টুর্নামেন্টে এই প্রথম ব়্যাঙ্কিংয়ে এত নীচে থাকা দল হারাল পর্তুগালকে। ম্যাচের দুই গোলদাতা ভারাতস্কেলিয়া এবং মিকাউতাডজে। গোলের নীচে অনবদ্য পারফরম্যান্স জর্জিয়ার গোলকিপার জিওর্জি মামারদাশিভিলির। একাধিক শট বাঁচিয়ে নব্বই মিনিট দুর্গ অক্ষত রাখেন তিনি। তবে এই রেজাল্ট গ্রুপ টেবিলে কোনও পরিবর্তন করবে না। হারলেও একনম্বর দল হিসেবেই শেষ ষোলোয় পর্তুগাল। দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে জর্জিয়া। অভিষেক বছরই নজির গড়ল তাঁরা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়েন জর্জিয়ার কোচ এবং ফুটবলাররা। নির্বাক দর্শক রোনাল্ডোরা। মাঠের মাঝে দাঁড়িয়েই বিপক্ষের উৎসব দেখলেন। গ্রুপ পর্ব শেষ হলেও এখনও প্রথম গোলের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সিআরসেভেন। ৬৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। কিন্তু গোলের খাতা খুলতে না পেরে বেশ কয়েকবার মেজাজ হারান। কার্ডও দেখেন।
এদিন তুরস্ক, চেক এবং জর্জিয়ার শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ছিল।

অন্যদিকে জোড়া জয়ে গ্রুপ শীর্ষে থেকে আগেই প্রি-কোয়ার্টারের ছাড়পত্র সংগ্রহ করে পর্তুগাল। এই ম্যাচের ওপর রোনাল্ডোদের ভাগ্য নির্ভর করছিল না। তাই পর্তুগাল দলে ন’টা পরিবর্তন করেন কোচ রবার্তো মার্টিনেজ। এদিন নতুন রেকর্ড রোনাল্ডোর। প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০তম ম্যাচ খেলার নজির গড়েন।

এ দিকে, প্রি কোয়ার্টার জায়গা করতে হলে তুরস্কের বিরুদ্ধে জিততে হত চেকিয়াকে। তাই আক্রমণাত্মক খেলা শুরু করে তারা। প্রতি আক্রমণ চালায় তুরস্কও। ২-১ গোলে জিতে শেষ ষোলোয় গেল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৫১ মিনিটে কালানোগলুর গোলে এগোয়। ৬৬ মিনিটে সমতা ফেরান চেকিয়ার সুচেক। টোসুনের গোলে সংযুক্তি সময়ে ২-১ করে তুরস্ক। আন্তোনিন বারাক জোড়া হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ৭০ মিনিট ১০ জনে খেলতে হয় চেকিয়াকে।

ইউরোর অন্য ম্যাচে প্রথম পর্বেই ১-১ স্কোরলাইন নিয়ে সাজঘরে ফিরেছিল স্লোভাকিয়া-রোমানিয়া। স্লোভাকিয়া ২৭ মিনিটের মাথায় অন্দ্রেজ ডুডার দুরন্ত হেডারে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি। ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান রাজভান মারিন। সেই স্কোর লাইন আর বদলায়নি ৯০ মিনিটেও। ফলতো দুই দলই ম্যাচ শেষ করল হাড্ডাহাড্ডি লড়াই করে।

এদিকে, ইউরোর গ্রুপ ‘ই’-র লড়াইটা মারাত্মক কঠিন হল। রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং ইউক্রেন- চারটি দলই চার পয়েন্টে শেষ করল। গোলপার্থক্যে চতুর্থ হয়ে ইউরো থেকে ছিটকে গেল ইউক্রেন। সব দলেরই ঝুলিতে তিন পয়েন্ট ছিল। সেরকম জায়গা থেকে খেলতে নেমে ১-১ গোলে ড্র করে রোমানিয়া এবং স্লোভাকিয়া। বেলজিয়ামও ড্র করায় সবাই পায় চার পয়েন্ট। গোলপার্থক্যে শীর্ষে শেষ করে রোমানিয়া। ২য় বেলজিয়াম। স্লোভাক ও ইউক্রেন বিদায় নেয়।

Author

Spread the News