ইডি থেকে স্বস্তি পেলেও, রয়েছে সিবিআইয়ের মামলা অরবিন্দের

১২ জুলাই : সকাল থেকেই নজর ছিল শীর্ষ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের মামলার। শুক্রবার প্রথম ভাগেই এই মামলার শুনানি শুরু হয়। শুনানির পর জানা গেল, ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় আপ-সুপ্রিমোর। জানা গিয়েছে, ইডির মামলায় স্বস্তি পেলেও, এখনও রয়েছে সিবিআইয়ের মামলা।

উল্লেখ্য, এর আগেও কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির নিম্ন আদালত। তবে জামিনের পর জেলমুক্তির আগেই নিম্ন আদালতের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হয়। পুনরায় জেলেই থেকে যেতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ইডির গ্রেপ্তারি বেআইনি, এই আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন আপ সুপ্রিমো। তবে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। তারপরেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। শুক্রবার তাঁকে অন্তবর্তী জামিন দেওয়া হলেও সিবিআইয়ের মামলার কারণে এখনও তাঁকে জেলেই থাকতে হবে। পৃথক ভাবে ওই মামলায় জামিন পেতে হবে তাঁকে। ১৭ জুলাই ওই মামলার শুনানি রয়েছে।

Author

Spread the News