কাছাড়েও হজের দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ২০২৫ সালের প্রাথমিকভাবে নির্বাচিত হজযাত্রীদের কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক নাসিম আহমদ ২৫ নভেম্বর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সার্কুলারে জানানো হয়েছে দ্বিতীয় কিস্তির অর্থ  ১ লক্ষ ৪২ হাজার টাকা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে। হজযাত্রীরা হজ সুবিধা অ্যাপ-র মাধ্যমে ক্রেডিড কার্ড /ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউ পি আই ব্যবহার করে  অথবা স্টেট ব্যাঙ্ক  অব ইন্ডিয়া ও ইউনিয়ন ব্যাঙ্কে হজ কমিটির নির্ধারিত অ্যাকাউন্টে ‘পে ইন স্লিপ’-এ হজযাত্রীর ব্যান্ক রেফারেন্স উল্লেখ করেও অর্থ  জমা দেওয়া যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে৷ এই সার্কুলারে আরও জানানো তৃতীয় কিস্তির অর্থ বিমান ভাড়া নির্ধারণ করার পর হজযাত্রীদের যথাসময়ে জানানো হবে।

এদিকে, কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ তৈমুর রাজা চৌধুরী কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত তারিখের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থ জমা করতে জেলার হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।জেলা হজ কমিটির যুগ্ম সচিব চৌধুরী হজযাত্রীদের অর্থ  জমার ‘পে ইন স্লিপ’ এর হজ কমিটির নির্ধারিত অংশ শিলচরে জেলা আয়ুক্ত কার্যালয়ের হজ শাখায় ১৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছেন।

কাছাড়েও হজের দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু

Author

Spread the News