স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ, ডুংরিপারে বিক্ষোভ

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্রাম-শহরে এ নিয়ে ক্ষোভের পারদ বইছে। স্মার্ট মিটার বাতিলের দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠে সোনাইয়ে প্রত্যন্ত অঞ্চল ডুংরিপার এলাকা। এদিন ডুংরিপার এলাকার বিভিন্ন এসএইচজির শতাধিক মহিলা ও গ্রাহকরা প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেন।  

কিরনময়ী এসএইচজির সভানেত্রী লিলিতা বেগম, হাসি এসএইচজির সভানেত্রী সাহানা বেগম ও শান্তি এসএইচজির নুরি বেগমরা স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ ব্যক্ত করে জানান, গ্রামের গ্রাহককে ফুসলিয়ে এপিডিসিএলের কর্মীরা ছয় মাস আগে তাদের এলাকায় স্মার্ট মিটার লাগিয়ে দেন। এরপর থেকে শুরু হয় জনদুর্ভোগ। বিগত দিনে যেখানে ১৫০-২০০ টাকা বিদ্যুৎ বিল আসত। স্মার্ট মিটার লাগানোর পর প্রতি মাসে ৬০০- ৮০০ টাকা বিল আসছে। যা সাধারন গরিব জনতার কাছে বিরাট বোঝা হয়ে দাড়িয়েছে। বিল অনাদায়ে গভীর রাতে সংযোগ ছিন্ন করে দেওয়া হয়।

স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ, ডুংরিপারে বিক্ষোভ
স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ, ডুংরিপারে বিক্ষোভ
Spread the News
error: Content is protected !!