শিলচর আশ্রম রোড এলাকায় মদের দোকানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সরানোর দাবি

বরাক তরঙ্গ, ২৬ মে : শিলচর আশ্রম রোড এলাকায় এক মদের দোকানকে ঘিরে শনিবার রাতে এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। এ নিয়ে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে দায়ের করা হয় মামলা। এ দিকে, এর প্রতিবাদে আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে রবিবার এক সচেতনতা সভার আয়োজন করা হয়। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইনসোপ সরানোর দাবি স্থানীয়দের।

মোতায়েন করা হয়েছে পুলিশ সিআরপিএফ বাহিনী, মামলা

জানা যায়, শনিবার রাত প্রায় ৯টায় চেংকুড়ি রোড চৌমাথা ও আশ্রম রোড পয়েন্টের ঠিক মাঝামাঝিতে থাকা রুবি ওয়াইন সোপের সামনে দিয়ে এক মহিলা যাবার সময় স্থানীয় কিছু মদ্যপ যুবক ওই মহিলাকে উদ্দেশ্য করে কুমন্তব্য করলে মহিলা কব্যর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাশ চৌধুরীর কাছে ঘটনার নালিশ জানান। এতে সুজিত দাশ চৌধুরী ওয়াইন সোপে উপস্থিত হয়ে ঘটনার ব্যাপারে জানতে চাইলে ওয়াইন সোপের মালিক বাপ্পী কর সহ বেশ কয়েকজন মদ্যপ যুবক তাদের উপর চড়াও হয় ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার।

শিলচর আশ্রম রোড এলাকায় মদের দোকানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সরানোর দাবি

এই ঘটনার সুবিচার এবং এখান থেকে মদের দোকানটি তুলে নেওয়ার দাবি জানিয়ে পুলিশে মামলা দায়ের করেন সুজিত দাশ চৌধুরী সহ অন্যান্যরা।

এ দিকে, রবিবার আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে রবিবার স্থানীয় কীর্তনের মাঠে স্থানীয়দের সঙ্গে নিয়ে এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে শনিবার রাতে এলাকায় সংঘটিত হওয়া ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার মহিলা ও যুবতীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইনসোপ সরানোর জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ।

নাগরিক সভায় স্থানীয়রা আরও জানান, রুবি ওয়াইনসোপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে উঠায় গোটা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। রাস্তায় চলাফেরা করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ নাগরিক সচেতনতা সভার মাধ্যমে রুবি ওয়াইনসোপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সভায় বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি নেতা সুজিত দাস চৌধুরী, নিশীকান্ত সরকার, সজল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

Spread the News