কুম্ভীরগ্রাম বিমানবন্দরের নাম ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণের দাবি
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : কুম্ভীরগ্রাম বিমানবন্দরের নাম ড. শ্যামা প্রসাদ মুখার্জি বিমানবন্দর নামে নামকরণ করার দাবি জানালো উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ দাবি জানিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে পরিষদের সভাপতি হারাণ দে এক স্মারক লিপি পাঠিয়েছেন। বিমানবন্দরটিকে শ্যামা প্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য বছর চারেক আগে পরিষদ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করেছিল। এরপর কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে কোন বিমান বন্দরের নামাকরন করতে হলে রাজ্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করতে হয়।
বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়ে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দাবি জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী র কাছে থেকে এপর্যন্ত কোন সাড়া না পাওয়ায় এবিষয়টি বিবেচনা করতে সোমবার পরিষদ পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করে বলে জানা গেছে।