শিলচর সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট নিয়োগের দাবি

বরাক তরঙ্গ, ২৯ জুন : শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এক প্রতিনিধি দল জেলার জয়েন্ট ডিরেক্টর হেলথের কাছে একটি স্মারকলিপি প্রদান করে দাবি জানায় যে শিলচর সিভিল হাসপাতালে আলট্রা সাউন্ডের মাধ্যমে রোগীদের পরীক্ষা করানোর জন্য অবিলম্বে একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে। শুক্রবার প্রতিনিধি দলের অন্যতম সদস্য সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী ও কার্যকরী কমিটির দুই সদস্য যথাক্রমে দীপঙ্কর চন্দ এবং হিল্লোল ভট্টাচার্য স্মারকপত্রের প্রতিলিপি সিভিল হাসপাতালের সুপার ডাঃ অরূপ কুমার পাটোয়া এর হাতে তুলে দিয়ে এব্যাপারে বিষদ জানতে চাইলে তিনি বলেন অসম সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলা সদর হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি করানো হয়। এতদিন শিলচর সিভিল হাসপাতালে এই সুযোগ রোগীরা পেয়েছেন। কিন্তু এতদিন যিনি সোনোগ্রাফি করাতেন সেই ব্যক্তি আগামী ১২ জুলাই কাজ থেকে অবসর গ্রহণ করবেন। এখন পর্যন্ত তার পরিবর্তে কাউকে পাঠানো হবে বলে জানা যায়নি। ফলে যদি এই বিভাগে কেউ না আসেন তাহলে আগামী ১২ জুলাইয়ের পর থেকে কেউ সোনোগ্রাফি করাতে পারবেন না।

তিনি এও বলেন, শিলচর সিভিল হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগীর সোনোগ্রাফি করানোর প্রয়োজন পড়ে। কিন্তু সোনোগ্রাফি করানোর লোক না থাকায় মাত্র ১২ জনকে করানো হয় কারণ যে ব্যক্তি বর্তমানে এই দায়িত্ব পালন করছেন তার বয়স ৭০ বছর। কিছুদিন আগে এমডি করা একজন রেডিওলজিষ্ট তিনমাসের জন্য বিশেষ প্রশিক্ষণের জন্য সিভিল হাসপাতালে এসেছিলেন ফলে তখন দিনে অন্ততঃ ৫০ জন রোগীর এই পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি তার প্রশিক্ষণ শেষ করে অন্যত্র চলে গেছেন। তাই আগামী ১২ জুলাই পর্যন্ত রোগীদের নাম সোনোগ্রাফির জন্য তালিকা ভুক্ত করানো হবে তারপর রোগীদের বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা সম্ভব হবে না। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে বাইরে কোনো ব্যক্তিগত ক্লিনিকে সোনোগ্রাফি করাতে হলে নূন্যতম ১৪০০ টাকা রোগীদের দিতে হয়। যা দরিদ্র ও নিম্নবিত্তের রোগীদের জন্য সম্ভবপর নয়। ফলে মেডিকেল কলেজে চাপ বাড়বে অথচ সেখানেও সোনোগ্রাফি মেশিন, চিকিৎসক ও বিশেষজ্ঞের অভাবে রোগীদের সোনোগ্রাফি করানোর জন্য বহু দিন অপেক্ষা করতে হয়।

সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জন প্রতিনিধিদের এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।

Author

Spread the News