ছোটসিঙ্গা চা-বাগানে বস্ত্র বিতরণ হৃদয়ের
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : শারদীয় উৎসব উপলক্ষে আর্থিকবাবে দুর্বল লোকদের মুখে হাসি ফুটাতে যথাসাধ্য় সাহায্য়ের হাত বাড়িয়ে দিচ্ছেন শিলচর শহরের অগ্রণী সংস্থা হৃদয়ের কর্মকর্তারা। বুধবার এই লক্ষ্যে উধারবন্দের লারসিং বাগানের অন্তর্গত ছোট সিঙ্গা চা-বাগানে বস্ত্র বিতরণ করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এ দিনের অনুষ্ঠানের প্রায় ১০০ জনকে শাড়ি বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানকে সফল করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিবেকানন্দ পাঠ মন্দিরের শান্তনু পাল, দেবাশিস চক্রবর্তী, অমল বারিক, চরণ মুণ্ডা প্রমুখ।

হৃদয়ের তরফে উপস্থিত ছিলেন সভাপতি গুণজ্যোতি দত্ত, সহ-সভাপতি উৎপল দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল ও সদস্য অনুপম দে। পতঞ্জলি যোগ শিবিরের তরফে উপস্থিত ছিলেন শেফালী ভারতী ও জয়ন্তী দেবনাথ।