১০৮ শ্রীশ্রী রাধারমন সেবক সংস্থার বস্ত্র বিতরণ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গ্রামের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। বেকারত্বের পাশাপাশি আর্থিক অনটনে ভুগছেন সাধারণ মানুষ। তাদের কাছে পূজার আনন্দ বলতে কিছু নেই। যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরায় তারা কি আর নতুন নতুন কাপড় কেনার কথা ভাবতে
পারেন। গ্রামের দরিদ্র মানুষের প্রতি সম্মান জানিয়ে নিজেদের সেবামূলক কাজ অব্যাহত রেখেছে শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর শিষ্যরা। 

এদিকে, এবার নতুন করে গঠিত “১০৮ শ্রীশ্রী রাধারমন সেবক সংস্থা” প্রথমবারের মতো গ্রাম ও শহরে দুস্তদের মধ্যে বস্ত্র বিতরণ আয়োজন করে। বিগত চারদিন ছিলো  আসাইরঘাট, পাথরকান্দি, বারইগ্রাম, নিলামবাজার, সুপ্রাকান্দি, জবাইনপুর, শরিষা, সাদারাশি, লাতু, ফকিরাবাজার, দেওপুর, জিয়াধরা, কর্ণমধু, কাঠাখাল, কামালপুর, রানিবাড়ি, ধরোকোণা, কেশরকাপন, বটরশি ও শ্রীভূমির শহরাঞ্চল ইত্যাদি স্থানে।

রবিবার শ্রীভূমি শহরের ইন্দিরা কলোনি রোডে সর্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে নতুন কাপড় বণ্টন কার্যসূচি উপস্থিত ছিলেন শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুন চৌধুরী, পৃথ্বীশরঞ্জন রায়, বাপ্পন পাল, সুখেশ মালাকার, দুলন দাস, রঞ্জিত দাস, অশক দাস, সানু দাস, সন্ধা কর, সুমিতা রায়, মমিয়া পাল, রত্না মালাকার প্রমুখ। এবার সংস্থার সূচনা, আগামী বছরের পরিধি আরও বড় আকারে করা হবে বলে জানান সংস্থার পক্ষে বাপ্পন পাল।

Spread the News
error: Content is protected !!