ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ঈদ উৎসবের আনন্দে যাতে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটে, সেই উদ্দেশ্যে প্রতি বছরের মতো এ বছরও বস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করল সর্বধর্ম সমন্বয় সভা। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দিতে অবস্থিত সংস্থার ইন্দো-বাংলা কার্যালয়ে ১৩৮ জন অসহায় পুরুষ ও মহিলার হাতে শাড়ি, লুঙ্গি, শার্ট, নাইটি, কুর্তি, গেঞ্জি সহ নানা ধরনের বস্ত্র তুলে দেওয়া হয়।

এদিন সুতারকান্দি মডেল স্কুল ও সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যেও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, শিক্ষক শ্যামল নমঃশূদ্র, ডাঃ জসিম উদ্দিন, আলতাফুর রহমান চৌধুরী, বিলাল আহমেদ চৌধুরী, শিল্পী নুরজাহান বেগম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামল নমঃশূদ্র বলেন, “বর্তমান সমাজে যখন দেওয়ার মানসিকতা দিন দিন কমে যাচ্ছে, সেই সময়ে সর্বধর্ম সমন্বয় সভার এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অনাথ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত ঈশ্বরসেবা।”

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজি নজরুল ইসলাম চৌধুরী, জয়নাল উদ্দিন, গুলজার হোসেন প্রমুখ। সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এই মানবিক উদ্যোগ, যা আগামীতেও অব্যাহত থাকবে।

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার
Spread the News
error: Content is protected !!